শহরের বিভিন্ন বাজারে সকল প্রকার ব্যবসায়ীদের কাছ থেকে পাল্লা ও বাটকারা পরীক্ষা করা হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ৯ই জনুয়ারি বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার কনজ্যুমার প্রটেকশন কাউন্সিল কমিটির চেয়ারম্যান জেলাশাসকের নির্দেশে প্রতিটি গ্রাহক যাতে ন্যায্য মূল্যে সঠিক ওজনের জিনিস পায় সেই বিষয়কে সামনে রেখে জেলা ক্রেতা ও সুরক্ষা দপ্তর, লিগ্যাল মেট্রলজি, সি এম ও এইচ দপ্তরের ফুড সেফটি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকে বালুরঘাট শহরের বড়বাজারের মাছ বাজার সবজি বাজার সহ শহরের বিভিন্ন বাজারে সকল প্রকার ব্যবসায়ীদের কাছ থেকে পাল্লা ও বাটকারা পরীক্ষা করা হলো। জেলা ক্রেতা ও সুরক্ষা দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজিৎ কুমার রাহা জানিয়েছেন – এদিন বালুরঘাট শহরের বিভিন্ন বাজার ঘুরে যে সমস্ত ব্যবসায়ীদের পাল্লা ও বাটকারা গুলো গন্ডগোল আছে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো পরবর্তীকালে সমস্ত ব্যবসায়ীরা উপযুক্ত ফাইন দিয়ে রিনিউয়াল করে নিয়ে যাওয়ার জন্য জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *