পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেন্টিলেশনে চিকিৎসাধীন এক প্রসূতির মৃত্যু হলো শুক্রবার সকালে। পরিবার সূত্রে জানা গেছে গত বুধবার মেদিনীপুর মেডিক্যালের মাতৃমা বিভাগে ভর্তি হয় কেশপুরের অমৃতপুরের প্রসূতি মামনি দাস। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে আইসিইউ পরে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। সেই প্রসূতির মৃত্যু হয় শুক্রবার সকালে বলে দাবি পরিবারের। ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনেরা। যদিও হাসপাতালের পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছেন কোতওয়ালি থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
প্রসূতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Leave a Reply