দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ২২তম বার্ষিক অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা, ১২ জানুয়ারি বিশেষ কর্মসূচি। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের (বিসিডিএ) পক্ষ থেকে ১১ই জানুয়ারি আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। বালুরঘাট বিসিডিএ ভবনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ২০০-র বেশি প্রতিযোগী।
সংস্থার ২২তম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান ও প্রাক্তন জেলা বিসিডিএ সম্পাদক অশোক কুমার মিত্র। প্রতিযোগিতা ছাড়াও ১২ই জানুয়ারি রয়েছে একাধিক সামাজিক কর্মসূচি।
প্রসঙ্গত, বিসিডিএ প্রতি বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রেখে থাকে। এবছরের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সেই ধারাবাহিকতারই অংশ বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।
Leave a Reply