মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- আজ পৌষ সংক্রান্তি পূর্ণ স্নান করতে মানিকচকের গঙ্গাঘাটে পুণ্যার্থীদের ঢল।মঙ্গলবার সকাল থেকে মানিকচক সহ বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীদের ভিড় দেখা যায়।মানিকচকের গঙ্গা নদীতে পূর্ণ স্নান করে পুজো করেন পুণ্যার্থীরা।জানা গেছে প্রতিবছর এই পুণ্যতিথিতে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত পুণ্যাথীরা আসেন মানিকচকের গঙ্গাঘাটে।পূর্ণ স্নান করে বাড়ি ফিরে যে যার মত খাওয়া-দাওয়া সরেন বলে জানান এক পুণ্যার্থী। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিলেন মালদা জেলা এবং মানিকচক থানার পুলিশ বাহিনী।
আজ পৌষ সংক্রান্তি পূর্ণ স্নান করতে মানিকচকের গঙ্গাঘাটে পুণ্যার্থীদের ঢল।

Leave a Reply