কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসে ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, “বালুরঘাট থেকে গৌহাটি ও ব্যাঙ্গালোরের ট্রেন চালুর বিষয়ে আলোচনা চলছে। অনুমতি পেলেই আমরা ট্রেন চালাতে প্রস্তুত।”

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের তৎপরতায় গত লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুরবাসীরা দুটি নতুন ট্রেনের উপহার পেয়েছিলেন। একটি দিল্লি হয়ে ভাটিন্দাগামী ট্রেন এবং অন্যটি শিয়ালদহগামী ট্রেন। তবে গৌহাটি ও ব্যাঙ্গালোরের জন্য সরাসরি ট্রেন চালুর দাবি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ছিল।

বুধবার বালুরঘাট রেল স্টেশনে চলমান কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসে ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, “বালুরঘাট থেকে গৌহাটি ও ব্যাঙ্গালোরের ট্রেন চালুর বিষয়ে আলোচনা চলছে। অনুমতি পেলেই আমরা ট্রেন চালাতে প্রস্তুত।”

এদিন বালুরঘাট-হিলি রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে তিনি জানান, প্রকল্পটি দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। বালুরঘাট থেকে গঙ্গারামপুর পর্যন্ত জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং টেন্ডারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে গঙ্গারামপুর থেকে হিলি পর্যন্ত জমি অধিগ্রহণ এখনো বাকি। জমি অধিগ্রহণ সম্পন্ন হলেই টেন্ডার প্রকাশ করা হবে।

পাশাপাশি, বালুরঘাট স্টেশনকে ‘অমৃত ভারত স্টেশন’ হিসেবে রূপান্তরিত করার কাজের অগ্রগতি সম্পর্কে ডিআরএম বলেন, “যে কাজ হাতে নেওয়া হয়েছে, তা আগামী ৪-৫ মাসের মধ্যেই শেষ হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *