নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দিনের আলোয় ‘আহত’ অবস্থায় গ্রামে দাপিয়ে বেরাল একটি হাতি। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তির ঘটনা। বনকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই জঙ্গলে ফিরলো হাতিটি। তবে হাতিটির দ্রুত চিকিৎসা শুরু করতে বৃহস্পতিবার পুরো দিন জঙ্গলে তল্লাশি চালাচ্ছে বনদফতর। বনদফতর সূত্রে খবর, হাতিটির পায়ে ও পেতে আঘাতের চিহ্ন রয়েছে।তবে কী করে এই আঘাত পেলো হাতিটি তা এখনও পরিষ্কার নয়। অপরদিকে, দিনের আলোয় এরূপ হাতির হানায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী।
গ্রামে দাপিয়ে বেরাল একটি হাতি, বনকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই জঙ্গলে ফিরলো হাতিটি।

Leave a Reply