নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর:- সাঁওতালি ভাষার মাধ্যমে পঠন-পাঠনের ক্ষেত্রে সাঁওতালি মিডিয়াম স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ, সাঁওতালি ভাষায় পঠন-পাঠনের পরিকাঠামো সুনিশ্চিত করা এবং সাঁওতালি মিডিয়াম পাঠ্যসূচী অনুসারে বই বিতরণের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন আদিবাসী সেঙ্গেল অভিযানের। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন দেয় জেলা আদিবাসী সেঙ্গেল অভিযান। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক কে উক্ত দাবিতে ডেপুটেশন দেয়া হয়।
আদিবাসী সেঙ্গেল অভিযানের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি পরিমল মার্ডি জানান, জেলায় সাঁওতালি ভাষার বিদ্যালয়ের ক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ সাঁওতালি পাঠ্যসূচির বই প্রদান সহ সাঁওতালি ভাষায় পঠন-পাঠনের পরিকাঠামো সুনিশ্চিত করতে হবে।
Leave a Reply