পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৯ নম্বর বলপাই অঞ্চলের পান পাড়া সমবায় সমিতির নমিনেশন শেষ হলো নিরাপত্তার সঙ্গে, জানা গিয়েছে গত দুইদিন ধরে এই নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া চলছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয় তৃণমূল জন প্রার্থী জয় লাভ করে, এই জয়লাভের ফলে মন্ত্রী মানষ ভূঁইয়া অভিনন্দন জানিয়েছেন, অন্যদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কর্মদক্ষ শেখ আবু কালাম বক্স ওই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ কে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রার্থীদের শুভেচ্ছা বিনিময় করলেন।
সবংয়ের বলপাইগ অঞ্চলের পান পাড়া সমবায় সমিতির নমিনেশন পর্ব শেষ হলো কড়া নিরাপত্তার সাথে ।

Leave a Reply