পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সেন্টাল বাস স্ট্যান্ডে চন্দ্রকোনারোড বাস অপারেটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দান করবেন,এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নির্মল ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলা RTO, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাজিব ঘোষ,বিশ্বজিৎ সরকার,সুশান্ত সিংহ,মানষ নায়েক সহ অন্যান্য বিশিষ্টজনেরা, রক্তদানের পাশাপাশি দুর্ঘটনাকে এড়াতে এই দিন সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে পদযাত্রার আয়োজন করা হয়,এই দিন এই পদযাত্রা গোটা শহর পরিক্রমা করে।
চন্দ্রকোনারোড বাস অপারেটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির।

Leave a Reply