পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রূপনারায়ণ নদীর উপর দিয়ে যাওয়া বাস ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মাঝবয়সী এক মহিলা, তৎক্ষণাৎ স্থানীয় যুবকদের তৎপরতায় উদ্ধার করা হয় ওই মহিলাকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রূপনারায়ণ নদীতে এক মহিলাকে ভাসতে দেখে স্থানীয় কিছু যুবক, এরপর স্থানীয় যুবকদের মধ্যে বাপন বেড়া,রবিন বেড়া,শানু বেড়া, পাপু সামন্ত ভাসতে দেখে তড়িঘড়ি নৌকায় করে ওই মহিলাকে উদ্ধার করা হয়, তবে ওই মহিলার নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কোলাঘাট থানার পুলিশ। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে।
ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মাঝবয়সী এক মহিলা, তৎক্ষণাৎ স্থানীয় যুবকদের তৎপরতায় উদ্ধার।

Leave a Reply