বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- আজ মঙ্গলবার দুপুরে দুটো নাগাদ একটি জুতোর গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে দেখতে পান স্থানীয়রা । কিভাবে আগুন জড়িয়ে পড়েছে জানেনা কেউই কারণ সেই সময় গোডাউন বন্ধ ছিল।
স্থানীয় মানুষজন হঠাৎ গোডাউন এর ভেতর থেকে ধোঁয়া দেখে স্থানীয়রা এসে পৌঁছায় এবং প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু বন্ধ গোডাউনে ভয়াবহ আগুনের কাছে পৌঁছাতে পারেনি কেউই, খবর পৌঁছায় কোতুলপুর থানায়, কোতুলপুর থানার পুলিশ তৎক্ষণাৎ বিষ্ণুপুর ফায়ার ব্রিগেডে খবর পৌঁছে দেয়, বিষ্ণুপুর ফায়ার ব্রিগেডের দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ততক্ষণে আরামবাগ থেকে দমকলের আরো একটি ইঞ্জিন এসে পৌঁছায়, দুই দমকল বাহিনীর আপ্রাণ চেষ্টা চালান আগুন নিয়ন্ত্রণে আনার। অতঃপর আরও একটি ইঞ্জিন এসে পৌঁছায় কাছাকাছি কোন পুকুর না থাকায় এবং ঝিঙ্গে জনবহুল এলাকা হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে যথেষ্ট ব্যাগ পেতে হয় দমকল বাহিনী পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষকে।
আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী এবং সর্বস্তরের মানুষের যৌথ চেষ্টা চালাচ্ছেন যাতে আগুন গোডাউন ছাড়িয়ে পাশাপাশি জনবসতিতে ছড়িয়ে না পড়ে।
ঘটনাটি সূত্রপাত দুপুর পৌনে দুটো নাগাদ, দীর্ঘ সময় কেটে গেলেও প্লাস্টিক এবং রাবারের জুতোর গোডাউনের আগুন কোনভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না দমকল বাহিনী। ক্ষতির পরিমাণ বিপুল।
আতঙ্কিত এলাকাবাসী বারবার কোতুলপুরে ফায়ার স্টেশন চালু করার দাবি রাখলেও কর্ণপাত করা হচ্ছে না এমনটাই জনগণের দাবি,
কিন্তু দাবিটা যে ন্যায্য এটা এবার হয়তো প্রশাসন অনুধাবন করবেন এবং কোতুলপুরে ফায়ার স্টেশন চালুর ব্যাপারে উদ্যোগী হবেন। রাত্রি আটটা পর্যন্ত একভাবে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন ফায়ার বিগেটের সদস্য কোতুলপুর পুলিশ প্রশাসন এবং কোতুলপুর ব্লক প্রশাসন ও সর্বস্তরের মানুষ।
Leave a Reply