কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- জনসেবক ট্রাস্ট এর দ্বারা আয়োজিত,
জনতা পার্টির যুব শাখার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন মহাশয় এর অনুগামী, শ্রদ্ধেয় স্বপন দাস মহাশয় এর শ্রদ্ধাঞ্জলী নিবেদন সভা অনুষ্ঠিত হয়,কলকাতার ,৫৯,বি, চৌরঙ্গী রোডে।উপস্থিত ছিলেন বিশিষ্ট সামসেবী,( ADV) পার্থ সারথি দাশগুপ্ত,স্বপন চন্দ্র,সুজিত ভৌমিক,Swama Shaw,কৃষ্ণ চ্যাটার্জী,অশোক দাস শ্রীকুমার দাস , MD আসফাক, তাপস মান্না ,সঙ্গীত পরিবেশন করেন আখিল ভারতীয় সেবাদল এর মহিলা নেতৃবৃন্দ,
সভার সঞ্চালনা করেন জ্যোতির্ময় চ্যাটার্জী মহাশয়।
জনতা পার্টির যুব শাখার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ছিলেন,স্বপন দাস মহাশয় এর প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন সভা,কলকাতা তে অনুষ্ঠিত হয়।
Leave a Reply