দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা : – বাংলাদেশে অশান্তির আবহের মধ্যেই আগামীকাল, ২৬ জানুয়ারি, সাড়ম্বরে পালিত হবে ভারতের প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ঘন কুয়াশার সুযোগে চোরাচালানের আশঙ্কা বাড়তে পারে। এই কারণেই ২৫ জানুয়ারি দুপুর থেকে সীমান্ত এলাকায় নজরদারি চালানো শুরু করেছে বিএসএফ। সীমান্তে টহলদারি জোরদার করার পাশাপাশি, সন্দেহজনক কার্যকলাপ রুখতে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
সীমান্তে শান্তি বজায় রাখতে এবং চোরাচালানের যে কোনও প্রচেষ্টা রুখতে বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। আগামীকালকের উৎসব নির্বিঘ্ন করতে সীমান্তবর্তী গ্রামগুলিতেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
ঘন কুয়াশার সুযোগে চোরাচালানের আশঙ্কা বাড়তে পারে, এই কারণেই ২৫ জানুয়ারি দুপুর থেকে সীমান্ত এলাকায় নজরদারি চালানো শুরু করেছে বিএসএফ।

Leave a Reply