নিজস্ব সংবাদদাতা, মালদা, –—-ভারত-বাংলাদেশ সীমান্তে আবারো বি এস এফের হাতে আটক চার গরু পাচারকারী। গোপন সুত্রে খবরের ভিত্তিতে হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের ৮৮তম ব্যাটালিয়ানের জওয়ানরা রবিবার সন্ধ্যা নাগাত,ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট ইটাঘাটি ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানেরা লক্ষ্য করে ঘন কুয়াশা মধ্যে সন্দেহভাজন কিছু ঘোরাঘুরি করছে কাছে যেতেই দেখে কিছু ব্যক্তি অন্ধকার আর কুয়াশার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে ভারত প্রবেশ চেষ্টা করছে।বি এসএফের জওয়ান তাৎক্ষণাক তাদের জওয়াদের ওয়ারলেসে সহকর্মী কর্তব্যরত টহল দলকে সতর্ক করেন। বিএসএফ জওয়ানেরা পাচারকারীদে ঘিরে ফেলে পাচারকারীরা কিছু উপায় না পেয়ে গ্রামের দিকে ছুটে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করে।গোপন সূত্রে গ্রামবাসীরা জানান বাংলাদেশি গরু পাচারকারীরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে পুরো গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ইটাঘাটি সীমান্ত পোস্টের জওয়ানদের সাথে গ্রামবাসীরা লুকিয়ে থাকা গরু পাচারকারীদের ঘিরে ফেলতে শুরু করে।সেই পরিস্থিতিতে পাচারকারীরা পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে।কিন্তু বিএসএফ জওয়ান এবং গ্রামবাসীদের কঠোর প্রচেষ্টা ব্যর্থ করে দেয় পাচারকারীদের । অবশেষে,, চারজন পাচারকারীকে আটক করে বিএসএফের জোওয়ানেরা।
জিজ্ঞাসাবাদের করতেই পাচারকারীরা স্বীকার করেছে যে তারা সকলেই বাংলাদেশের নাগরিক, অবৈধ পশু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। ভারত থেকে বাংলাদেশে দুটি প্রাণী পাচারের জন্য তাকে ৪০,০০০ টাকা দেওয়া হত।বিএসএফের তরফে ওই চার পাচারকারীকে হবিবপুর থানা হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ও বিএসএফের তরফ শুরু হয়েছে তদন্ত।
Leave a Reply