নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — —বিদ্যুতের শক্ খেয়ে মৃত্যু এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে, সোমবার বিকেল নাগাত,এলাকাবাসীর অভিযোগ প্রায় পাঁচ বছর ধরে ১১ হাজার বিদুৎ এর তাঁর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা ছিল। হঠাৎই আজ বামনগোলা ব্লকের দত্তপাড়া বাস স্ট্যান্ড এলাকায় দোকানের ছাদের উপর আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের শক্ খেয়ে মৃত্যু হল যার ফলে দত্তপাড়া এলাকায় মালদার নালাগোলা রাজ্য সড়কে আগুন জালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীদের দাবি। সরকারিভাবে বিদ্যুতের তার জয়েন দেওয়ার পরেও সাধারণ মানুষকে সচেতন করা হয়নি যার ফলে বিদ্যুতের শক্ লেগে মৃত্যু হয়েছে।রাস্তায় মৃত্যৃদেহ রেখে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে,আধিকারিক এস এস অপসারণের দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে খবর লেখা পর্যন্ত।ঘটনাস্থলে বামনগোলা থানার পুলিশ বাহিনী এসেও অবরোধকারীদের রাজ্য সড়ক থেকে সরানো যায়নি।এলাকা সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম মাসুদুল মন্ডল বয়স(৪৫)পেশায় সাইকেল মেকানিক দত্তপাড়া বাস স্যান্ড এলাকায় একটি সাইকেলের দোকান ছিল।সেই দোকানের ছাদ পরিষ্কার করতে গিয়ে শখ্ লেগে মৃত্যু হয়। প্রায় পাঁচ বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা ছিল সেই ১১ হাজার তারে তারপরে নতুন করে জয়েন দেওয়া হয়েছে কিন্তু বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে সাধারণ মানুষ কোন সচেতন করা হয়নি বলে অভিযোগ।
Leave a Reply