ইসরো এবং ভিভিএম পরিচালিত স্পেস অন উইলস প্রোগ্রামের ভ্রাম্যমান বাস এসে পৌঁছলো ফালাকাটা ব্লকের ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পড়ুয়াদের মহাকাশ সম্পর্কে সচেতন ও উৎসাহী করতে ইসরো এবং ভিভিএম পরিচালিত স্পেস অন উইলস প্রোগ্রামের ভ্রাম্যমান বাস এসে পৌঁছলো ফালাকাটা ব্লকের ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয়ে।বৃহস্পতিবার ওই গাড়ি বিদ্যালয়ে পৌঁছনো মাত্রই ছাত্রছাত্রীদের মনে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। গাড়ির ভেতরে ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ, উৎক্ষেপণ যান, চন্দ্রযান, মঙ্গলযান, বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে স্কুলের পড়ুয়াদের দেখানো হয়। এদিন ওই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ক্ষীরেরকোট উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি জগদীশ রায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকাশ ভগৎ, ওই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির যুগ্ম সম্পাদক কানু সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *