পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড স্টেডিয়ামে ৪৪ তম প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বৃহস্পতিবার

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড স্টেডিয়ামে ৪৪ তম প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বৃহস্পতিবার,জানা গিয়েছে দুই দিন ধরে চলবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এইদিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সূচনা হয়,এই দিন সুসজ্জিতভাবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে,এই দিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূইয়া, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি,BPSC চেয়ারম্যান অনিমেষ দে,বিধায়ক সুজয় হাজরা,দিনেন রায়, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র, প্রাক্তন BPSC চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই,BDO দীপাঞ্জন ভট্টাচার্য,অখিল বন্ধু মহাপাত্র, রাজিব ঘোষ, সাগর মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

 

চন্দ্রকোনা রোড স্টেডিয়ামে ৪৪ তম প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি এরপর স্টেডিয়ামের ক্রিড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদীপ প্র জ্জ্বলনের মধ্যে দিয়ে ডঃ মানস রঞ্জন ভূঁইয়া উপস্থিত ছিলেন বিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দে ছিলেন বিধায়ক সুজয় হাজরা, দিনেন রায় শ্যাম পাত্র শিক্ষা কর্মদক্ষ ,ছিলেন বি পি এস সির প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষয় ছিলেন গরবেতা তিন নম্বর ব্লকের বি ডিও দীপাঞ্জন ভট্টাচার্য জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, অখিল বন্ধু মহাপাত্র, সাগর মন্ডল ,রাজীব ঘোষ এছাড়া অন্যান্য সরকারি আধিকারিকবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *