রাস্তার উপরে ঝুলে রয়েছে বিদ্যুতের তার, যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাস্তার উপরে ঝুলে রয়েছে বিদ্যুতের তার।এরফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও দোকানের পাড়ের বাসিন্দা সহ স্থানীয় ব্যবসায়ীরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বিভিন্ন জায়গায় কেবল তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হলেও এই এলাকায় এখনও সেই ব্যবস্থা গ্রহন করেনি বিদ্যুৎ দপ্তর।এদিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ সহ নজরদারি চালানো হয়না বলে অভিযোগ স্থানীয়দের।ফলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।বিদুৎ দপ্তরের নজরে বিষয়টি আনবেন বলে জানিয়েছেন দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান সেরিনা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *