পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্য গড়ে তুলতে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় বালুরঘাট পুলিশ লাইন মাঠে ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্য গড়ে তুলতে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় বালুরঘাট পুলিশ লাইন মাঠে । পাশাপাশি রবিবার জেলা পুলিশের পক্ষ থেকে ড্যান্স ফর ফিটনেস নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বালুরঘাট পুলিশ লাইন মাঠে। এদিন বালুরঘাট পুলিশ লাইন মাঠে সাংবাদিক একাদশ এবং পুলিশ সুপার একাদশের মধ্যে আয়োজিত এই প্রীতি ম্যাচে দক্ষিণ দিনাজপুর জেলার সকল সাংবাদিকদের পাশাপাশি অংশগ্রহণ করেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত জেলাশাসক রবি প্রকাশ মিনা, উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রমপ্রসাদ সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অনুপ সান্যাল,সভাপতি শংকর দাস, দক্ষিণ দিনাজপুর প্রেসক্লাবের সম্পাদক পবিত্র মুহূর্ত সহ অন্যান্য সাংবাদিকরা। এদিন সাংবাদিক ও পুলিশ সুপার একাদশের মধ্যে খেলায় পুলিশ সুপার,অতিরিক্ত জেলাশাসক, ডিএসপি হেডকোয়ার্টার সহ অন্যান্য আধিকারিকরা অংশগ্রহণ করেন। এদিনের এই প্রীতি ম্যাচে জয়লাভ করেন সুপার একাদশ। সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশ এদিনের এই খেলা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *