নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে ড্যাম এর কাছে ঘাটে নামার সিঁড়ি উল্টে গেল। রবিবার রাতে বালুরঘাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। বাঁধ ভেঙে জল ঢোকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যান সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। এলাকায় যায় পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পৌছান।রাত পর্যন্ত তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন, কীভাবে ওই ঘটনা ঘটল। নদীর লোও ড্যাম তৈরি হয়েছে এক বছর হল। কিন্তু এর মধ্যেই এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। যদিও শেষ দপ্তরের কর্মীরা ড্যাম্পের যে গেট জল পাস হওয়ার সেই গেট রাতেই খুলে দেন সে কারণেই তারা মনে করছেন গেট খুলে যাওয়াতে কিছুটা স্বস্তি মিলবে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ডাম্পের গেট বন্ধ করে রাখার জন্যই ড্যাম্পের পাশের ওয়ালের তলে ফুটো থাকায় সেখান দিয়ে জল পাশ হতে শুরু করে এবং তারপরেই বাঁধ ভেঙ্গে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে।।
আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে ড্যাম এর কাছে ঘাটে নামার সিঁড়ি উল্টে গেল রবিবার।

Leave a Reply