মালদা শহরের ফুলবাজারগুলিতে প্রেমের প্রতীক হিসেবে গোলাপ বিক্রির ধুম ।।

নিজস্ব সংবাদদাতা, মালদা—শুক্রবার তথা আজ ছিলো ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবস। তাই দিনটি উপলক্ষে উষ্ণ ভালোবাসা, অনুরাগ, গোলাপ ও উপহার সামগ্রী আদান-প্রদানের মাধ্যমে প্রেম উন্মাদনায় ভাসল প্রেমিক-প্রেমিকারা।সিনেমা হোক অথবা রিয়েল লাইফ। আজ থেকে কয়েক বছর আগেও ভ্যালেন্টাইনস ডে কথাটি অজানা ছিল অনেকের কাছেই। তবে সময় বদলেছে। বর্তমানে কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ-তরুণী সকলেই ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ প্রেম দিবসের সঙ্গে সুপরিচিত। বুঝতে পেরেছে মনের পছন্দের মানুষটি তার কাছে ভ্যালেন্টাইন ডে পালন করতে। আজকের দিনেই প্রেমিক-প্রেমিকারা তাদের মনের মানুষের কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ করে। তাই শুক্রবার মালদায় প্রেম দিবস উদযাপনের উন্মাদনা চোখে পড়ে। এদিন সকাল থেকেই ফেসবুক সহ বিভিন্ন সোসাল সাইটে প্রেম দিবসের শুভেচ্ছার বন্যা বয়ে যায়। মালদা শহরের ফুলবাজারগুলিতে প্রেমের প্রতীক হিসেবে গোলাপ বিক্রির ধুম পড়ে। কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ-তরুণী, কাপল সকলেই নিজের মনের মানুষের জন্য পছন্দ সই রঙের গোলাপ কেনেন। সেই সঙ্গে শহরের বিভিন্ন গিফট আইটেমের দোকানগুলিতেও প্রেমিক-প্রমিকাদের ভিড় চোখে পড়ে।মালদা শহরের আদিনা পার্ক থেকে শুরু করে আদিনা, ইকোপার্ক, গৌড় সহ মালদা বাধরোড,বিভিন্ন খাবারের হোটেল রেস্তোর এলাকায় তরুণ তরুণীদের তথা প্রেমিক প্রেমিকাদের ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *