আজ ১৬ই ফেব্রুয়ারি, রবিবার সকাল ১১ টার সময় রাধানগর কারবালা ময়দানে সাংবাদিক সম্মেলন করলেন নদীয়া জেলা তথা কৃষ্ণনগরের সাংস্কৃতিক সংস্থা উড়ান।

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ১৬ই ফেব্রুয়ারি, রবিবার সকাল ১১ টার সময় রাধানগর কারবালা ময়দানে সাংবাদিক সম্মেলন করলেন নদীয়া জেলা তথা কৃষ্ণনগরের সাংস্কৃতিক সংস্থা উড়ান।
প্রতি বছরের মতো এবারও হতে চলেছে কৃষ্ণনগর বসন্ত উৎসব। এ নিয়ে বিস্তারিত আলোচনা করলেন সংস্থা উড়ান…. কারা আসছেন ? কী কী চমক থাকছে এ বছর ?

উড়ান সংস্থার কার্যকরী সভাপতি সুজিত দত্ত বলেন “এবছর কৃষ্ণনগর বসন্ত উৎসব করছি রাধানগর কারবালা ময়দানে আমরা ২৯-৩১ শে মার্চ | দিনের বেলা রাখা হচ্ছে Edu fair, যেগুলোর মধ্যে থাকছে সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে Spell bound competition (Spelling Competition), এবং কারবালা ময়দানে থাকছে Quiz Competition এবং Drawing Competition… এছাড়াও থাকছে রাতের বেলা Live Music show, Food Stall… এই সংস্থার অন্যতম সদস্য তথা অনুপ বিশ্বাস বলেন ” আমরা গেট পাস রাখছি Prebooking, Early Bird, Bird এবং Premium Segment এ…. আগামী ১৬ই ফেব্রুয়ারী থেকে গেট পাস এর pre-booking segment available হয়ে যাবে…যে কেউ সংগ্রহ করে নিতে পারবেন।” তবে এই মুহূর্তে আর্টিস্ট এর চমক কি কি থাকছে এখনো পর্যন্ত বলেন নি, সেটা পরবর্তী প্রেস মিট এ সংস্থা জানাবে বলে দাবি করেছে। সব শেষে সম্পাদক শুভঙ্কর ঘোষ এ বছরের executive Committee এর পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করেন, এবং আমাদের বলেন বলেন,” আপনাদের মাধ্যমে আমরা নদিয়া জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কে আহবান জানাই, প্রতি বছরের মত এবারেও সবাই এগিয়ে আসুন, উৎসব কে সাফল্য মণ্ডিত করে তুলুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *