নিম্নমানের কাজের অভিযোগ তুলে নিকাশিনালার নির্মান কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা।।।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-নিম্নমানের কাজের অভিযোগ তুলে নিকাশিনালার নির্মান কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ঠিকাদারকে ফোন করে অভিযোগ জানালে পুলিসের ভয় দেখানোর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। যদিও ঠিকাদার তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন। শুনিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানিপুরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতি থেকে প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দে রানিপুরা গ্রামে ৭০ মিটার নিকাশি নালার কাজ শুরু হয়েছে। অভিযোগ, ঠিকাদার সরকারি সিডিউল কে বুড়ো আঙুল দেখিয়ে নিম্নমানের কাজ করছেন। যে পরিমাণ সিমেন্ট,বালি ও পাথর দেওয়ার প্রয়োজন, তার থেকে কম দেওয়া হচ্ছে। নিকাশি নালার প্লেট তিন ইঞ্চি পুরু করার কথা। মাত্র দেড় ইঞ্চি পুরু করা হচ্ছে। পরিমাণে কম ও নিম্নমানের রড দিয়ে প্লেট ঢালাই করা হচ্ছে। প্লেটগুলো যে কোন সময় ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দা কাদের আলি বলেন, দেড় মাস ধরে কাজ চলছে। প্রথম থেকেই ঠিকাদারকে নিম্নমানের কাজের অভিযোগ জানিয়ে আসছি। সিডিউল দেখাতে বললে কর্নপাত করছেন না। পুলিসের ভয় দেখাচ্ছেন ঠিকাদার। আরেক বাসিন্দা সাগির আলি বলেন, মাঠের ফসল ট্রাক্টরে করে নিয়ে আসতে হয় বাড়িতে। প্লেটগুলো খুব দুর্বল। গাড়ির চাকা বসে দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুই নম্বর ইট নিয়ে নিকাশিনালার গাঁথুনির কাজ করেছেন।সিমেন্টের পরিমাণ কম থাকার কারণে ইট ছুটতে শুরু করেছে। ঠিকাদারকে ফোন করে অভিযোগ জানিয়েছি। বাইরে আছে বলে গ্রামে আসছেন না। পুলিসের ভয় দেখাচ্ছেন। মিস্ত্রি জমরুল আলি বলেন, ঠিকাদার যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবে কাজ করছি। ঠিকাদার বিজয় ভট্টাচার্য বলেন, সিডিউল মেনে কাজ হচ্ছে। পুলিসের ভয় দেখানোর অভিযোগ একেবারে ভিত্তিহীন। বিডিও সৌমেন মন্ডল বলেন, কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার ভিজিট করার পর সিডিউল মেনে কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *