রোগী মৃত্যুকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল মালদা শহরের সিঙ্গাতলা এলাকার এক বেসরকারি হাসপাতালে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-রোগী মৃত্যুকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল মালদা শহরের সিঙ্গাতলা এলাকার এক বেসরকারি হাসপাতালে। ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারবর্গ। জানা গেছে, মালদা শহরের দেশবন্ধুপাড়া এলাকার বাসীন্দা, পেশায় প্রাক্তন রেল কর্মচারী প্রবীর চন্দ্র সুর গত ৪ তারিখ মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাকে মালদা রেল হাসপাতালে ভরতি করেন। পরে সেখান থেকে মালদা শহরের সিঙ্গাতলা এলাকার এক বেসরকারি হাসপাতালে ভরতি করেন। ভরতির পর সেখানে রোগীর একাধিকবার অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা প্রত্যেকবার সফল অস্ত্রোপচার হয়েছে বলে দাবী করেন। কিন্তু তা সত্ত্বেও রোগীর জ্ঞান ফেরেনি। এরমধ্যে শনিবার সকালে বেসরকারি হাসপাতালের তরফে রোগীর পরিবারকে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে। যা জানতে পেরেই মৃতের পরিবারবর্গ ক্ষোভে ফেটে পড়েন। তারা হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারী পরিবারবর্গের অভিযোগ, রোগীর চিকিৎসা ঠিকঠাক হয়নি। চিকিৎসাধীন অবস্থায় রোগীর অনেকরকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। কিন্তু সেই পরীক্ষার কোন রিপোর্ট তাদের দেখানো হয়নি। এখন মারা যাওয়ার পর বিল দেওয়া হচ্ছেনা। বিল দেওয়া নিয়ে গড়িমসি চলছে। তাই তারা চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে সিঙ্গাতলা এলাকার ওই বেসরকারি হাসপাতালে ইংরেজবাজার থানার পুলিশ ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তে। এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে। যদিও এই বিষয়ে এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *