পারিবারিক বিবাদের জেরে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটল ।।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পারিবারিক বিবাদের জেরে এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটল । মৃত পরীক্ষার্থীর নাম সুকান্ত দেবনাথ । তার বাড়ি আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের চালনির পাক এলাকায়। সে স্থানীয় পদ্মেশ্বরী হাইস্কুলের ছাত্র ছিল। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রের শরিকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। তাতেই গুরুতর জখম হয় ওই ছাত্র। রাতেই তাকে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার তার পরিস্থিতি আশঙ্কা জনক হওয়ায় তাকে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। কোচবিহারের যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মন্ডল বলেন, ওই ছাত্রের মাথায় গুরুতর জখম ছিল। মারাত্মকভাবে ওই ছাত্রের ব্রেন ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতেই তাকে আমরা রেফার করেছিলাম। কিন্তু কেউ ওই ছাত্রকে নিয়ে যায়নি। শনিবার তাকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়। এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ধর্মেন্দ্র রায় বলেন, “ ছাত্রের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু মৃত ছাত্রের পরিবার সব সময় ওদের শরিকদের সঙ্গে মারপিট ঝগড়া করত । এদিনও মারপিটের ঘটনা ঘটে। ছাত্রটি জখম হলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুনলাম কোচবিহারে নিয়ে যাওয়ার পথে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *