বালুরঘাটে “প্রভাতী সাহিত্য দর্পণ” – এর আয়োজনে জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষ্যে একটি সংখ্যা প্রকাশ ও সাহিত্য সভা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাবের নিজস্ব সভাঘরে ১৭ই ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় “প্রভাতী সাহিত্য দর্পণ” – এর আয়োজনে কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষ্যে “নক্ষত্রের হইতেছে ক্ষয়” – সাহিত্য সংখ্যা প্রকাশের পাশাপাশি সাহিত্য সভা অনুষ্ঠিত হলো। “প্রভাতী সাহিত্য দর্পণ” – এর মহিলা সদস্যরা অনুষ্ঠানের শুরুতে কবি জীবনানন্দ দাশের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন। সম্প্রতি কিংবদন্তি সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে ওনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রান্তিক রায়। জীবনানন্দ দাশের উপরে স্বাগত ভাষণ দেন ড: সমিত ঘোষ। জীবনানন্দ দাশের কবিতা পাঠ ও আবৃত্তি করেন সুবীর চৌধুরী, প্রবীর দাস, শ্রীলা ঘোষ প্রমুখ। শেষ পর্যায়ে জীবনানন্দ দাশের লেখা এবং প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া গান “আমি বাংলায় গান গাই” – “প্রভাতী সাহিত্য দর্পণ” – এর সদস্যদের সমবেত সঙ্গীতের মাধ্যমে এই দুই মহান ব্যক্তিকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়। অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন সভাপতি সুবীর চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদক ধীমান দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *