পাঁশকুড়ায় সংসদ সভায় আবাস যোজনা নিয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য।।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় সংসদ সভায় আবাস যোজনা নিয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য,
যাদের দ্বোতলা পাকার বাড়ি আছে যাদের বাড়িতে দুটো করে এসি আছে তারাই বাড়ি পাচ্ছে। জনগণ আমাদের কুকুর শিয়াল বলে গালাগালি দিচ্ছে , এমনকি কুকুর শিয়ালের মতো আমরাই শুধু বাটামের মার খাব অন্যান্যরা খাবে না,পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর মেচগ্রাম এর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ভক্তিপদ দে সংসদ সভায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
২০২৫ এর সংসদ সভা হয় পাঁশকুড়ায়,সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি, পাঁশকুড়া ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সহ প্রশাসনিক কর্তারা।
সংসদ সভায় যখন পঞ্চায়েত মেম্বারদের সমস্যার কথা শোনা হয় ঠিক সেই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ভক্তিপদ দে তিনি আবাস যোজনা নিয়ে সংসদ সভায় একরাশ ক্ষোভ উগড়ে দিলেন দলেরই বিরুদ্ধে। তিনি সংসদ সভায় ক্ষোভ উগরে বলেন একাধিকবার আবাস যোজনার তথ্য-প্রমাণ বিডিওর নিকট জমা দেওয়া সত্ত্বেও কোন প্রকার কোন পদক্ষেপ নেওয়া হয়নি, তদন্ত হোক তদন্ত যেন সঠিকভাবে হয়, কেউ যেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদের ব্যক্তিগত ইন্টারেস্ট আছে বলে, এমনই মন্তব্য করেন তিনি। যার দ্বোতলা বাড়ি আছে যার বাড়িতে দুটো এসি আছে তারাই আবাসের বাড়ি পাচ্ছে। অথচ যারা মাটির বাড়িতে থাকে তাঁরা আবাসের বাড়ি পাইনি । এর যদি প্রমাণ নিতে চান তবে আপনারা স্পটে চলুন নয়তো আমি মৃত্যুবরণ করবো এভাবেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এই আবাস যোজনা নিয়ে যেখানে যেখানে জানানোর কথা আমি সেখানে সেখানেই জানিয়েছি এমনকি সি এম আর ও দপ্তরেও আমি জানিয়েছি তবুও কোন সুরা হয়নি। জনগণ আমাদের কুকুর শেয়াল বলে গালাগালি দিচ্ছে,আমরাই শুধু কুকুর শিয়ালের মতো জনগণের বাটামের মার খাবো কিন্তু অন্যান্যরা মার খাবে না যদিও সংসদ সভায় এই মন্তব্যের সঠিক কোন উত্তর দিতে পারেননি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির কর্তারা।
তবে এই নিয়ে কটাক্ষ করে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *