বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ – ফাইলেরিয়া মুক্ত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল বালুরঘাট পুরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর। বুধবার বিকেল চারটেয় বালুরঘাট পুরসভার সূবর্ণতটে এ বিষয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও পুরসভার জনপ্রতিনিধিরা।
বৈঠকের শুরুতেই ফাইলেরিয়া প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ এবং ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিশেষ ক্যাম্পের মাধ্যমে ফাইলেরিয়া প্রতিরোধ ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ওষুধ বিতরণ কর্মসূচিকে সফল করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। পুরসভা ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করবে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply