দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাত দফা দাবিতে বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি দপ্তরে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সমিতি। মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে রাসায়নিক সারের কালোবাজারি রোধ, কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ সহ একাধিক দাবিতে সরব হন আন্দোলনকারীরা।
কৃষক সমিতির অভিযোগ, সঠিক মূল্যে সার ও কৃষি উপকরণ না পাওয়ায় বিপাকে পড়ছেন জেলার কৃষকেরা। তাঁদের দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক, নইলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
ডেপুটেশন গ্রহণ করেন কৃষি দপ্তরের আধিকারিকরা। তাঁদের আশ্বাস, কৃষকদের দাবিগুলি যথাযথভাবে বিবেচনা করা হবে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলন হবে।
Leave a Reply