বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ জানতে পেরে ব্লক প্রশাসন পুকুর ভরাট রুখতে তৎপর হয়ে ওঠে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রতুয়া-১নং ব্লক প্রশাসন। ব্লকের বিডিও এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের উপস্থিতিতে বেআইনিভাবে ভরাট করা একটি পুকুর পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হল বৃহস্পতিবার। এদিন এমনটাই ছবি নজরে এল মালদার রতুয়া-১নং ব্লকের সামসী গ্রাম পঞ্চায়েতের পারাক্রম লিটটি মোড় এলাকায়। জানা গেছে, ওই এলাকায় দীর্ঘ বহু বছরের পুরনো একটি পুকুর রয়েছে। সম্প্রতি সামসী এলাকার মহম্মদ ইয়াজদানি নামে এক ব্যক্তি সেই পুকুরটি আড়াইডাঙ্গা এলাকার এক ব্যক্তির কাছ থেকে কিনে নেন। আর কেনার পরপরই তিনি বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ শুরু করেন। যা জানতে পেরে ব্লক প্রশাসন পুকুর ভরাট রুখতে তৎপর হয়ে ওঠে। চলতি মাসের ৫ তারিখে পুকুর ভরাটকারী ব্যক্তিকে নোটিশ দিয়ে ১৫ দিনের মধ্যে পুকুরটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার ১৫ দিনের মাথায় রাতুয়া-১নং ব্লকের বিডিও রাকেশ টোপ্পো এবং রতুয়া-১নং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমিত্র কুমার বড়াল ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে তারা লক্ষ্য করেন পুকুরটি এখনও পুরোপুরিভাবে পূর্বাবস্থায় ফিরে আসেনি। তাই তারা এদিন ঘটনাস্থলে, দাঁড়িয়ে থেকে তড়ঘড়ি পুকুরটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। এবং আগামীতে কেউ যেন বেআইনিভাবে জলাশয় ভরাট না করে সেই ব্যাপারে তারা সাধারণ মানুষকে সচেতন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *