পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সৈকত সুন্দরী দীঘায় আবারও উদ্ধার হল মৃত ডলফিন।
ওল্ড দিঘা সমুদ্র সৈকত থেকে উদ্ধার হয় মৃত ডলফিন।
যা প্রায় সাড়ে চার ফুট থেকে পাঁচ ফুট লম্বা। সী বিচের ধারে পর্যটকরা বেড়াতে গিয়ে পচা দুর্গন্ধ পায়। তখন তারা বনদপ্তরে খবর পাঠান বনদপ্তরের কর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন পাথরের খাঁজে আটকে থাকতে দেখে এই মৃত ডলফিনটিকে। পাথরে খাঁজে আটকে থাকার জন্য অনেকের নজর এড়িয়ে যায় ডলফিন টি পরবর্তীকালে বনদপ্তরের কর্মীরা, সেই ডলফিনটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসে।
বনদপ্তদের কর্মীদের কথায় এটিকের সংরক্ষণ করা হবে পরে মৃত্যুর কারণ হিসেবে ময়নাতদন্ত করে সঠিক কারণ জানা যাবে বলে তারা জানিয়েছেন।
এই ডলফিন সাধারণত গভীর সমুদ্রে থাকে। কোন কোন সময় জাহাজের ধাক্কায় বা মৎস্যজীবীদের জালে জড়িয়ে আঘাতপ্রাপ্ত হলে তারা সী বিচের কাছাকাছি চলে আসে পরবর্তীকালে তারা মারা যায়। এদিন এই ডলফিন টিকে দেখার জন্য বহু পর্যটকরা ভিড় জমান।
পরবর্তীকালে এটিকে উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা নিয়ে আসেন তাকে খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয় গতকাল তার ময়না তদন্ত হবে বলে এমনটাই জানা গেছে।
Leave a Reply