ঘর নিতে দিতে হবে কাটমানি ২০ হাজার টাকা এমন টাই অভিযোগ গ্রাহকদের ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-ঘর পেতে দিতে হবে কাটমানি।ঘরের টাকা থেকে ২০ হাজার কাটমানি দাবি মালদহের বামনগোলা ব্লকের, গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতর, সাপমারী গ্রামে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিরুদ্ধে অভিযোগ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা রাজ্য সরকার শুরু করেন নিজস্ব আবাস যোজনা ঘর দেওয়া কাজ আর সেই ঘর নিতে দিতে হবে কাটমানি ২০ হাজার টাকা এমন টাই অভিযোগ গ্রাহকদের । রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমেই গরীব ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা মাথার ওপর পাবেন পাকা ছাদ তৈরী ঘর আর সেই ঘর নিতে হলে তৃণমূল গ্রামপঞ্চায়েত সদস্যকে দিতে হবে কাটমনি ২০ হাজার টাকা নয়তো ঘর করতে দেওয়া হবে না।মূখ্যমন্ত্রী ঘর তৈরি জন্য দিয়েছেন পাট্টা জায়গা সেই জায়গায় ঘর তৈরি করতে গিয়ে সুদেব রায় পরেছেন সমস্যায়। ঘর তৈরি প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে শুরু করেন ঘর তৈরির কাজ রীতিমতো কাজ শুরুর জন্য নিয়ে আসা হয় এর থেকে শুরু করে ঘরের ভিত খোরার কাজ।সেই সময় বাধা দেয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য গণেশ রায় কুড়ি হাজার টাকা না দিলে সে জায়গায় ঘর করতে দেওয়া হবে না এছাড়াও অভিযোগ সে জায়গাও দখল করে নেবেন এমনও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আতঙ্কের দিন কাটছে সুদেব বাবুর ও পরিবারের।সুদেব বাবু রীতিমতো প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়ে এখনো কোন সূরাহা হয়নি বলো অভিযোগ।যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ ভিত্তিহীন বলে জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *