বালুরঘাটে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে বালুরঘাটে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মুক্তাক্ষর সাহিত্য স্রোতের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা, গান, আবৃত্তি ও স্বরচিত কবিতাপাঠের মধ্য দিয়ে শহিদ ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রতিবছরের মতো এবারও আয়োজনটি জাঁকজমকপূর্ণ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট শহরের বিশিষ্ট কবি, সাহিত্যিক, অধ্যাপক ও ইতিহাসবিদরা। উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন বালুরঘাট কলেজের অধ্যাপক ড. রিপন সরকার, বিশিষ্ট কবি মৃণাল চক্রবর্তী ও বিশিষ্ট ইতিহাসবিদ ড. সুমিত ঘোষ। তাঁদের বক্তব্য ও পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

এদিনের আয়োজনে শহরের সাহিত্যপ্রেমী মানুষদের বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভাষা শহিদদের স্মরণে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন বিভিন্ন সাহিত্যপ্রেমী ও শিল্পীরা। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *