সংকটে প্রায় ৪০ হাজার মৎস্য চাষী। কর্মসংস্থান হারাতে পারে ৫ লক্ষেরও বেশি মানুষ। একাধিক জায়গায় প্রতারিত, মৎস্য চাষিরা দারস্থ্য মুখ্যমন্ত্রীর কাছে।।

কাঁথি-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- চিংড়ি, মৎস্য, কাঁকড়া চাষীদের সার্বিক উন্নয়ন নিয়ে আজ এই চাষের সঙ্গে যুক্ত মৎস্যজীবী ও চাষিরা ডেপুটেশন দিল জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানার কাছে। চিংড়ি চাষ ও চিংড়ি উৎপাদনে রাজ্যের মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর জেলা। ১০ হাজার হেক্টর জায়গার উপর গোটা জেলা জুড়ে ৪০ হাজার মৎস্য চাষী এই মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত। যার ফলে জেলার পাঁচ থেকে সাত লক্ষ মানুষ কর্মসংস্থান পেয়েছে।
এবার চিংড়ি চাষের সঙ্গে যুক্ত সেই সমস্ত মৎস্যজীবীরা বিপাকে। তাদের মধ্যে অধিকাংশ মৎস্য চাষী তাদের উৎপাদিত মাছের ন্যায্য মূল্য পাচ্ছে না। পাশাপাশি তারা নিম্নমানের মাছের খাওয়ার ও অসুধ চড়া দামে কিনছেন, যার ফলে লভ্যাংশ জায়গায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। শুধু তাই নয় মাছ বিক্রির পর পাচ্ছেন না তাদের প্রাপ্য টাকা। মাছ নেওয়ার সময় ব্যাংকের চেক দিলেও মিলছে না টাকা। চেক চেক বাউন্স হওয়ার পর টাকা চাইতে গেলে জড়াতে হচ্ছে মিথ্যা মামলায়। পাশাপাশি বেশ কিছু ব্যবসায়ী তাদের এই মনোপলি ব্যবসায় নিজেদের আখের বোঝাতে ব্যস্ত। কখনো চাষীদের বলছে স্টোরে জায়গা নেই, আবার মাছের দাম কমলে সেই সমস্ত ব্যবসায়ীরা কম দামে মাছ কিনা মাছ স্টোর করছে।। এইভাবে ব্যবসায়ীরা তাদের ব্যবসা বৃদ্ধি করলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র থেকে বড় মৎস্য চাষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *