দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট শহরের ৭ নম্বর ওয়ার্ডে আত্রাই খারি বক্ষে নবনির্মিত সিঁড়ি, দুটি তোরণ এবং একটি কমিউনিটি হলের উদ্বোধন হল শনিবার বিকেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ-সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্টজনেরা।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এই প্রকল্পগুলির সূচনা করা হয়েছে বলে জানান মন্ত্রী। স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরেই আত্রাই খারি সংলগ্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের দাবি ছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সেই দাবি পূরণ হল। পৌরসভার চেয়ারম্যান আশ্বাস দেন, আগামীতেও এলাকার উন্নয়নে আরও প্রকল্প নেওয়া হবে।
এই উন্নয়নমূলক কাজের ফলে স্থানীয় বাসিন্দাদের সুবিধা হবে বলে মনে করছেন অনেকে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দ উদযাপন করেন এলাকাবাসী।
Leave a Reply