মশালদহ অঞ্চল জাতীয় কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী ড.মনমোহন সিংয়ের স্মৃতিতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- মহিলারা যে পুরুষদের থেকে কোনও অংশেই কম নন তা আরও একবার প্রমাণ হয়ে যায় এই দৃশ্য দেখলে পরে। আগামীকাল,রবিবার থেকে হরিশ্চন্দ্রপুরের মশালদহ হাসপাতাল মাঠে আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে। মশালদহ অঞ্চল জাতীয় কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী ড.মনমোহন সিংয়ের স্মৃতিতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। যা ইতিমধ্যে মাঠ প্রস্তুতি চলছে।খেলায় অংশগ্রহণ করবেন আসাম,রাঁচি,নেপাল,
পাটনা, উত্তরপ্রদেশ, কলকাতা, হাওড়া ও জলপাইগুড়ি। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দুটি করে ম্যাচ হবে। ২৫ ফেব্রুয়ারি সেমিফাইনাল ও ২৬ ফেব্রুয়ারি ফাইনাল খেলা রয়েছে। ‘লাড়কি হুঁ লাড় শক্তি হুঁ ‘ প্রিয়ঙ্কা গান্ধীর এই উক্তিকে সামনে রেখে মহিলারা যে পুরুষদের থেকে কোনও অংশেই কম নন তা সমাজকে অনুপ্রাণিত করতে এই খেলার আয়োজন বলে জানান খেলার এক উদ্যোক্তা আনিসুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *