নিজস্ব সংবাদদাতা, মালদা—- হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মশালদহ হাসপাতাল মাঠে রবিবার থেকে শুরু হল ড. মনমোহন সিং মেমোরিয়াল আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। প্রথমদিন দুটি ম্যাচ হয়। প্রথম রাউন্ডে মাঠে নামে অসম ও রাঁচি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ গোলে রাঁচি
অসমের কাছে পরাজিত হয়। দ্বিতীয় রাউন্ডে মাঠে নামে নেপাল ও পাটনা। ২-১ গোলে নেপালের কাছে পরাজিত হয় পাটনা। এদিন
মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম,রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী,মশালদহ গ্রাম পঞ্চায়েত প্রধান আয়েশা খাতুন, ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম,কংগ্রেস নেতা আনেসুর রহমান,
জেলা পরিষদের সদস্য আমিনুল হক ও
হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব কংগ্রেস সভাপতি আমিরুল ইসলাম সহ আরও অনেকে। আজ,সোমবার দুটি ম্যাচ হবে। প্রথম রাউন্ডে নামবে উত্তরপ্রদেশ ও কলকাতা এবং দ্বিতীয় রাউন্ডে খেলা হবে হাওড়া প্রতিবাদ ও গ্রীন জলপাইগুড়ির মধ্যে। ২৫ তারিখ সেমিফাইনাল ও ২৬ তারিখ ফাইনাল খেলা রয়েছে।
হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মশালদহ হাসপাতাল মাঠে রবিবার থেকে শুরু হল ড. মনমোহন সিং মেমোরিয়াল আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট।

Leave a Reply