নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শিব চতুর্দশী উপলক্ষে জটেশ্বর গোরুহাটি ময়দানে মেলার উদ্বোধন হয়। মেলার উদ্বোধনি অনুষ্ঠানের পরে স্থানীয় তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান হৃষিকেশ দাসকে নিয়ে জয় রাইডে উঠে বসেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। স্থানীয় ভাষায় এই জয় রাইডকে ব্রেক ড্যান্স বলা হয়। ওই জয় রাইড থেকে নেমে বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, “আসলে এটাকে ব্রেক ড্যান্স বলে তা আমি আগে জানতাম না। জয় রাইডে উঠে বেশ ভালোই লাগলো। অন্যদিকে জটেশ্বর ১ অঞ্চল তৃণমূলের চেয়ারম্যান হৃষিকেশ দাস বলেন, ” বিধায়কের সঙ্গে জয় রাইডে উঠে খুব আনন্দ পেয়েছি।”
শিব চতুর্দশী উপলক্ষে জটেশ্বর গোরুহাটি ময়দানে মেলার উদ্বোধন হয়।

Leave a Reply