নিজস্ব সংবাদদাতা, মালদা:—-হাসপাতালে রোগীর মৃত্যু। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। রোগীকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে ৩০ হাজার টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে না পারায় রোগীকে ভর্তি নেওয়া হয়নি। বাধ্য হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ রোগীর মৃত্যু হয়। স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও কেন চিকিৎসা হয়নি এটাই সবচেয়ে বড় প্রশ্ন? রোগীর নাম চঞ্চলা মুরমু। বাড়ি মালদার আদিবাসী অধ্যুষিত হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শিরসি এলাকায়।
এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এলাকা থেকে নির্বাচিত বিজেপির জেলা পরিষদ সদস্য, তারাশঙ্কর রায়ের নেতৃত্বে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখানো হয়।
তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান, তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, গোটা ঘটনার তদন্ত হবে।
টাকা দিতে না পারায় রোগীকে ভর্তি নেওয়া হয়নি, রোগীর মৃত্যু হয়, স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও কেন চিকিৎসা হয়নি অভিযোগ পরিবারের।












Leave a Reply