নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : বনবস্তি বাসীদের বিভিন্ন দাবিতে শুক্রবার CITU পক্ষ থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি অফিসে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন প্রদান করা হল। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বনবস্তি বাসীরা আলিপুরদুয়ার শহরে আসেন এবং মিছিল করে ডিএফডি অফিসে এসে জমায়েত হন। মূলত দশ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় বলে জানা যায়।অরণ্যের অধিকার আইন (F.R.A) অনুযায়ী বনবস্তি বাসীদের সমস্ত অধিকার কার্যকারী করা, কোন বনবস্তি উচ্ছেদ করা চলবে না, বন ও বন্যপ্রাণ রক্ষাথে বনবস্তির যুবকদের নিয়ে বনরক্ষী বাহীনি গঠন করা, বন বস্তিতে পানীয় জলের ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে এদিন বনবস্তি বাসীরা সরব হন।
বনবস্তির যুবকদের নিয়ে বনরক্ষী বাহীনি গঠন করা, বন বস্তিতে পানীয় জলের ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে এদিন বনবস্তি বাসীরা সরব হন।












Leave a Reply