বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ – বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। শুক্রবার দুপুরে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সিজনের ক্লাব সংলগ্ন বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে যান। বিদ্যালয়ের পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি একেবারে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে পড়ুয়াদের পাঠদানও করেন তিনি।
বিধায়কের এই অভাবনীয় উদ্যোগে খুশি পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তিনি শোনেন ও দ্রুত সমাধানের আশ্বাস দেন। বিধায়কের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। তাঁদের মতে, জনপ্রতিনিধিরা যদি এভাবেই বিদ্যালয়গুলোর পাশে দাঁড়ান, তবে পড়াশোনার মানোন্নতি নিশ্চিত।












Leave a Reply