শুক্রবার গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া কোরিয়াল এলাকায় উচ্ছেদ অভিযানে নামলো প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: – হাইকোর্টের নির্দেশে PWD-র জায়গায় তৈরি হওয়া বাড়ি উচ্ছেদ অভিযানে নামলো প্রশাসন।শুক্রবার গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া কোরিয়াল এলাকায় PWD ও NH অথরেটির যৌথ উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতে চলে এদিনের এই উচ্ছেদ অভিযান।এদিন মোট ৬টি বাড়ি উচ্ছেদ করে প্রশাসন।
উচ্ছেদ অভিযানকে ঘিরে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।এদিকে এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়ে বাড়িছাড়া মানুষজন।

পাশাপশি হাইকোর্টের নির্দেশে অবৈধ বাড়ি ঘর উচ্ছেদ হওয়ায় খুশি পেট্রোল পাম্পের মালিক দীপঙ্কর রায়। খুব দ্রুত সেখানে পেট্রোল পাম্প তৈরির কাজ শুরু হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, ঠেঙ্গাপাড়া করিয়াল এলাকার বাসিন্দা দীপঙ্কর রায়।কোরিয়াল এলাকায় ৫১২নং জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প তৈরির জন্য গত ৭বছর আগে লাইসেন্স পান। এরপর 512নং জাতীয় সড়কের ধারে PWD-র জায়গা লিজ নেন ভারত পেট্রোলিয়াম।এদিকে ওই এলাকায় PWD-র জায়গায় বেশকিছু বাড়িঘর থাকায় পেট্টোল পাম্প তৈরি করতে সমস্যায় পরে দীপঙ্কর রায়।এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন তিনি। এই ঘটনায় উভয় পক্ষের তরফ কোর্টে মামলা করা হয়।তারপরেও এই ঘটনার কোনো সুরাহা না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন পেট্রোল পাম্পের মালিক দীপঙ্কর রায়। হাইকোর্টের তরফে একাধিকবার অবৈধ বাড়িঘর উচ্ছেদে নির্দেশ দেয়া হলেও বিক্ষোভের মুখে পড়ে ব্যর্থ হয় প্রশাসন। অবশেষে শুক্রবার PWD ও NH কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এলাকায় চলে উচ্ছেদ অভিযান। এদিন মোট ৬টি বাড়িঘর উচ্ছেদ করে প্রশাসন। জেসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হয় অবৈধভাবে তৈরি হওয়া বাড়িঘর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *