১২ ব্যাটালিয়ান বিএসএফের পক্ষ থেকে এদিন সীমান্তবর্তী বিদ্যালয়ের সিভিক অ্যাকশন প্রোগ্রামিং মধ্যে বিনামূল্যে ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী মধ্যে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- :—-বিএসএফ ১২ ব্যাটালিয়ানের মনসা মাতা ক্যাম্পের পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরে । শুক্রবার মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে ঋষিপুর উচ্চ বিদ্যালয় ময়দানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সিভিক একশন প্রোগ্রাম করা হয়। ১২ ব্যাটালিয়ান বিএসএফের পক্ষ থেকে এদিন সীমান্তবর্তী বিদ্যালয়ের সিভিক অ্যাকশন প্রোগ্রামিং মধ্যে বিনামূল্যে ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী মধ্যে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিবর্গদের বরণ ও সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার সামগ্রিক তুলে দেওয়া হয়। যেমন ভলিবল,ভলিবল নেট, স্পিকিং রূপে,ডাস্টবিন, ব্যাডমিন্টন র‍্যাকেট,জাবেলিং, সটপুট, ফুটবল, ক্রিকেট খেলার সামগ্রিক সহ খেলার বিভিন্ন জিনিস তুলে দিলেন কারণ আমার ব্যাটেলিয়ান কমান্ডার সহ বিশিষ্ট উপস্থিত ব্যক্তিবর্গরা ।ছাত্র-ছাত্রীরা জানান যেভাবে সীমান্তবর্তী এলাকায় জীবনের ঝুঁকে নিয়ে দিনরাত এক করে ঘরের পাহারা দিচ্ছেন তার পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করছেন বিএসএফ তারই অঙ্গ হিসেবে দেখা গেল সিভিক অ্যাকশন প্রোগ্রামের অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার সামগ্রিক দিয়ে সহযোগিতা করতে। এদিন উপস্থিত ছিলেন বিএসএফ ১২ নম্বর ব্যাটেলিয়ান কমান্ডান্ডেট প্রেম কুমার,বিএসএফের ডেপুটি কমান্ডেন্ট পি আর সৃজিতিৎ,কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সুধীর, সহ বিএসএফের১২ নাম্বার ব্যাটেলিয়ানের বি এস এফরা এছাড়াও উপস্থিত ছিলেন ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার,এলাকার গ্রামপঞ্চায়েতের সদস্য সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *