নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- উত্তরবঙ্গে প্রথমবার আইপিএল ধাঁচে কুইজ প্রতিযোগিতার আয়োজন। আটটি শহরের নামাঙ্কিত আটটি দল নিয়ে আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা। রবিবার বালুরঘাটে অনুষ্ঠিত হলো কুইজারদের অকশন। ১৭৫-র বেশি কুইজারের মধ্যে থেকে প্রতিটি দলে বাছাই করা হয়েছে লেজেন্ড প্লেয়ার, দুজন প্রি-বুক প্লেয়ার এবং অকশন থেকে নির্বাচিত বাকি প্রতিযোগীরা। অংশ নিচ্ছে বালুরঘাট, গঙ্গারামপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের দল।
আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা থেকে উঠে আসবে উত্তরবঙ্গের নতুন কুইজ প্রতিভারা। বড় মঞ্চে কুইজকে আরও জনপ্রিয় করে তুলতে এমন উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শীঘ্রই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হবে।
Leave a Reply