ফাগুনের দোলায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে দক্ষিণ দিনাজপুর জেলার বরেণ্য ব্যক্তি সহ শহরের সংস্কৃতিমনস্ক মানুষজনের উপস্থিতিতে “বসন্তের রং মাধুরী” – অনুষ্ঠানের আয়োজন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটে আগামী ১৪ই মার্চ শুক্রবার বিকেলে দোলযাত্রা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী “নৃত্যাঞ্জলি ডান্স সেন্টার” – এর কর্ণধার শতাব্দী ভট্টাচার্য মণ্ডলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় “বসন্তের রং মাধুরী” – অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে।
দোলযাত্রা হলো বাংলার বারো মাসের তেরো পার্বণের এক পার্বণ। দ্বাপর যুগের বৃন্দাবনের রাধা কৃষ্ণের দোলযাত্রা উৎসবকে সামনে রেখে আত্রেয়ী নদীর তীরবর্তী কলা ও সংস্কৃতির শহর বালুরঘাটে প্রাচ্যভারতী বিদ্যাপীঠের ময়দানে প্রতিবছরের মতো এবছরও “নৃত্যাঞ্জলি ডান্স সেন্টার” – এর পক্ষ থেকে পলাশের আবহে ফাগুনের দোলায় ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে দক্ষিণ দিনাজপুর জেলার বরেণ্য ব্যক্তি সহ শহরের সংস্কৃতিমনস্ক মানুষজনের উপস্থিতিতে “বসন্তের রং মাধুরী” – অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে শহরের স্থানীয় শিল্পীদের দ্বারা দোলযাত্রার আঙ্গিকে সংগীত, একক নৃত্য, সমবেত নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে এমনটাই জানালেন “নৃত্যাঞ্জলি ডান্স সেন্টার” – এর কর্ণধার শতাব্দী ভট্টাচার্য মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *