দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ৯ই মার্চ রবিবার দুপুরে বালুরঘাটে স্টেট বাসস্ট্যান্ডের কাছে “দেবারথীস বিউটি পার্লার এন্ড মেকওভার” – এর কর্ণধার দেবারথী চৌধুরী সরকারের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আরণ্যক পার্কে নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দোলযাত্রার প্রাক্কালে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে “বসন্ত এসে গেছে” – অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইদিনের এই অনুষ্ঠান দেখতে শহরের বহু সংস্কৃতিমনস্ক মানুষ উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে একে অপরকে আবির দিয়ে প্রাক দোলযাত্রার শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন বালুরঘাটের বিশিষ্ট বাচিক শিল্পী সঞ্জয় কর্মকার ও দেবস্মিতা দে।
বাইট :- “দেবারথীস বিউটি পার্লার এন্ড মেকওভার” – এর কর্ণধার দেবারথী চৌধুরী সরকার।
Leave a Reply