কলেজের প্রিন্সিপালের শেয়ার করা পোস্ট ঘিরে চাঞ্চল্য, থানায় অভিযোগ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলেজের প্রিন্সিপালের শেয়ার করা পোস্টে লেখা ছিল
“সকলকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। কোলাজের কন্টেক্সট জিজ্ঞেস করে লজ্জা দেবেন না। নারীরা সাম্য পাক, কাঁধে কাঁধ মিলিয়ে চলুক- এই আশা করিনা। অন্তত ভ্রূণহত্যা হয়ে না মরুক, বাসে ট্রেনে মলেস্টেড হয়ে না মরুক, কর্মক্ষেত্রে-ধর্মক্ষেত্রে ধর্ষিতা হয়ে না মরুক, শ্বশুরবাড়িতে হঠাৎ আগুনে পুড়ে না মরুক- এটুকু হলেই অনেক….”

পাশাপাশি ছিল দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক ছবি।
এই পোস্টের মাধ্যমে মানহানি করা হয়েছে এমনটাই অভিযোগ করেন মেডিকেল কলেজের পড়ুয়ারা। প্রথমে বিষয়টি নিয়ে প্রিন্সিপালের কাছে জানান তারপর তমলুক থানায় গিয়ে কলেজের প্রিন্সিপালের নামে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন মেডিকেল কলেজের ।

মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র, কিংশুক দাস অভিযোগ করে বলেন, আমাদের কলেজের প্রিন্সিপাল যেভাবে তার ফেসবুকে পোস্টের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে জড়িয়ে খারাপ মন্তব্য করেছেন তা একেবারেই মেনে নেওয়া যায় না। বিষয়টি তাই আমরা প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। কোন রকম ভাবেই নিজের ত্রুটি সংশোধন করতে রাজি হননি তিনি। তাই আমরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *