পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ডাবচা নবকোলা হাই স্কুল প্রাঙ্গনে অপরাজেয় মেধা অন্বেষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল রবিবার, জানা গিয়েছে এই দিন ৯০ জন ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অপরাজেয় সংগঠনের পক্ষ থেকে,প্রসঙ্গত গত ৮ই সেপ্টেম্বর ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ করে তুলতে অপরাজেয় মেধা অন্বেষণ-২০২৪ পরীক্ষার আয়োজন করা হয়, যেখানে দ্বিতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে,রবিবার আনুষ্ঠানিকভাবে ৯০ জন ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার,এইদিন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ কুন্ডু,পলাশ ঘোষ,চিরঞ্জিত রানা,প্রিয়াঙ্কা প্রামানিক,অভিক প্রামানিক, শিবম প্রামানিক সহ অন্যান্য সংগঠনের সদস্যরা।
চন্দ্রকোনারোড ডাবচা নবকোলা হাই স্কুল প্রাঙ্গনে অপরাজেয় মেধা অন্বেষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ।।।

Leave a Reply