দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিবিধের মাঝে ঐক্যের বার্তা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ফাল্গুন মাসের একাদশী উপলক্ষে মারোয়ারি সমাজের পক্ষ থেকে খাটু শ্যামের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলো। সারা দেশের মতো এখানেও ভক্তরা ধুমধাম করে এই উৎসব পালন করেন। সঙ্গীত, নৃত্য ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাস্তা। ধর্মীয় সহাবস্থানের চিত্র রাজ্যজুড়ে স্পষ্ট, যেখানে দুর্গাপূজা, ঈদ কিংবা বড়দিনের মতোই খাটু শ্যামের উৎসবও সমান উদ্দীপনায় পালিত হয়। আয়োজকদের মতে, এই শোভাযাত্রা ভক্তি ও সম্প্রীতির বার্তা বহন করে, যা বালুরঘাটের সংস্কৃতির অন্যতম দিক।
বালুরঘাটে মহাসমারোহে খাটু শ্যামের শোভাযাত্রা অনুষ্ঠিত হলো।

Leave a Reply