মালদার বামনগোলা ব্লকের জামতলায় মাঝি পারগাণা গাওতার ১৬তম রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল হাজার কন্ঠে সংবিধান পাঠ।।

নিজস্ব সংবাদদাতা, মালদা—- —- মালদার বামনগোলা ব্লকের জামতলায় মাঝি পারগাণা গাওতার ১৬তম রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল হাজার কন্ঠে সংবিধান পাঠ

বামনগোলা ব্লকের জামতলায় অনুষ্ঠিত হল মাঝি পারগাণা গাওতার রাজ্য সম্মেলন। জামতলার সেরিকালচার ময়দানে অনুষ্ঠিত হ’ল মাঝি পারগাণা গাওতার ১৬তম রাজ্য সম্মেলনের সমাবেশে অনুষ্ঠিত হল হাজার কন্ঠে সংবিধান পাঠ।

প্রসঙ্গত আদিবাসী সংগঠন ‘মাঝি পরগনা গাঁওতা’ এর দু’দিন ব্যপী ১৬তম রাজ্য সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠান হয় জামতলায়। সম্মেলনের শেষ দিনে প্রকাশ্য সমাবেশ হয় জামতলা সেরিকালচার ময়দানে। সেই সমাবেশেই অনুষ্ঠিত হয় হাজার কন্ঠে সংবিধান পাঠ। প্রথমে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। তারপরই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হয়। সমাবেশের মঞ্চে বক্তারা সংবিধানকে মান্যতা দেবার ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, মাঝি পারগাণা গাওতার পুনরায় নতুন রাজ্য সভাপতি হয়েছেন মোহন মুর্মু। রাজ্য সম্পাদক হয়েছেন কৃষ্ণ হেমরম। নতুন করে রাজ্য কমিটি গঠিত হয়েছে ১৩ জন’কে নিয়ে। নেতৃত্বরা জানিয়েছেন, সুবিধান’কে মান্যতা দেওয়া সহ অধিকার আদায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে যাবে মাঝি পারগাণা গাওতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *